জাতীয়

আড়াই ঘণ্টা পর সচল হলো মেট্রোরেল

রাজধানীর কাজীপাড়ায় ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ে চলাচল বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল আড়াই ঘণ্টারও বেশি সময় পর আবারও সচল হয়েছে।

Advertisement

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল জাগো নিউজকে জানিয়েছেন, বিকেল পৌনে ৪টা থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে মেট্রোরেলের ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ে। এতে মেট্রোর চলাচল বন্ধ হয়ে যায়।

রায়হান খলিল জানান, ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই তা মেরামতে কাজ শুরু করে ডিএমটিসিএল।

Advertisement

এমওএস/এমকেআর/জিকেএস