ধর্ম

মৃত ব্যক্তিকে গোসলের আগে অজু করাতে হবে কি?

মৃত ব্যক্তিকে গোসল করানোর আগে নামাজের অজুর মতো অজু করিয়ে দেওয়া সুন্নত। যদিও এটা ফরজ বা ওয়াজিব নয়, অজু না করালেও গোসল হয়ে যাবে। গোসলের পর অজু করানোর নিয়ম নেই। গোসলের আগে অযু করানো না হলে গোসলের পরে আর অজু করাবে না।

Advertisement

উম্মে আতিয়্যাহ রা. থেকে বর্ণিত রয়েছে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক মেয়ের ইন্তেকালের পর তার গোসলের ব্যাপারে নারীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন,

ابْدَأْنَ بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الوُضُوءِ مِنْهَا.

তোমরা (গোসল করানোর ক্ষেত্রে) তার ডান দিক থেকে এবং অজুর স্থানসমূহের মাধ্যমে শুরু করো। (সহিহ বুখারি: ১২৫৫)

Advertisement

মৃত ব্যক্তিকে গোসল করানো ফরজে কেফায়া। সাধারণ অববস্থায় মৃত ব্যক্তিকে গোসল করানোর দায়িত্ব তার অভিভাবক ও আত্মীয়-স্বজনের। কোনো লাশ যদি লাওয়ারিশ হয়, গোসল করানোর কেউ না থাকে, তাহলে তাকে গোসল করানোর দায়িত্ব সব মুসলমানদের ওপর বর্তায়। কেউ গোসল না করালে সবাই গুনাহগার হবে।

ওএফএফ/জিকেএস