সাহিত্য

অহ নওরোজের দুটি প্রেমের কবিতা

কেবল তোমার পাশে এলে

Advertisement

উড়ে যাওয়ার আগে আনত পাখির মতো শুধুফুলের পাহারা দিয়ে সময় কাটাই সারাক্ষণ,বেগুনি আলোর ভিড়ে হাওয়া সরিয়ে দুটো হাতদ্রুত প্রসারিত করি; দৃশ্যরা বদলে যেতে থাকে—

কুয়াশার মাংসের ভেতরে গোলাপের কাঁপা চোখ,অথবা সন্ধ্যার দেহে পৃথিবীর সব কোলাহলকিংবা ঝলমলে আলো কেবল তোমার পাশে এলে চোখের পাতার মতো অগুনতিবার বুজে যায়। ****

যখন তোমাকে ভাবি পৃথিবীর সবখানে বসন্তের বিকেল মানেইকিছু তারা বিকশিত—স্ফটিকের মতো বুদ আলো,সন্ধ্যা নামার আগেই খামারশ্রমিকদের চোখেরোদ্দুরের যাতায়াত—অবিরাম বাতাসে কোমল। এরপর জোছনায় নিশ্বাসের মতো নড়ে শুধুপ্রকাণ্ড দিগন্ত আর নরম ত্বকের নিচে থাকালাল-সুগন্ধি হৃদয়। অথচ তোমাকে ভাবলেইপ্রতিবারই বসন্ত ফিরে আসে খুব সহজেই—

Advertisement

এসইউ/এএসএম