খেলাধুলা

পারফরম্যান্সের ভিত্তিতে ফেডারেশনের মূল্যায়ন করবেন মন্ত্রী

 

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ফেডারেশনগুলোর পারফরম্যান্স দেখে তালিকা করা করা হবে এবং যে ফেডারেশন ভালো ফলাফল করবে সেগুলোকেই গুরুত্ব দেওয়া হবে।

Advertisement

মন্ত্রী মঙ্গলবার ৫টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেছেন। ফেডারেশনগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার তিনি বলেছিলেন দাবা, কাবাডি, জিমন্যাসিটকস, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে।

এ সময় মন্ত্রী দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর আহবান জানিয়ে বলেছেন, ‘দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই খেলাধুলার মাঠ রয়েছে। আমাদের সময়ে সেখানে নিয়মিত খেলাধুলার চর্চাটা হতো। যদি দাবা বা অ্যাথলেটিকসের কথা বলি, এ খেলায় স্কুল পর্যায়েই সব থেকে বেশি চর্চা বা বিকশিত হওয়ার সুযোগ রয়েছে।’

‘এখান থেকে যারা ভালো করতো, তারা পরবর্তীতে জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পেতো। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চাটা কমে গেছে। এ কারণে জাতীয় পর্যায়ে আগের মতো ভালো খেলোয়াড় উঠে আসছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে।’

Advertisement

খেলাধুলার কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘যে ফেডারেশনই ভালো ফলাফল অর্জন করবে, তাদেরই বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পারফরম্যান্স ও সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা অগ্রাধিকার লিস্ট তৈরি করবো। তারপর আমরা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করবো এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবো।’

খেলাধুলাকে এগিয়ে নিতে স্পন্সর সংগ্রহ ও বৃদ্ধির বিষয়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথেও বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করবেন বলেও জানান নাজমুল হাসান পাপন।

আরআই/এমএমআর

Advertisement