দেশজুড়ে

মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে দগ্ধ

পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গোপসাগরের উপজেলার ধোলাই মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আহতরা হলেন- ট্রলার মাঝি সাহেব আলী (৪৫) ও মো. মামুন (৩০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ওই ট্রলারের মালিক মো. ইছা গাজি বলেন, সকালে আটজন জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এক কিলোমিটার পথ যাওয়ার পরে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় ট্রলারে রান্নার কাজ চলছিল। আগুন দেখে প্রথমে সবাই নেভানোর চেষ্টা করছিল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্রলারে বিস্ফোরণ ঘটে। সবাই লাফ দিয়ে সাগরে পড়ে যায় আর দুজন আহত হন।

উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, ঘটনাটি শুনে সেখানে গিয়েছি। বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেপে উঠেছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এমএস