দেশজুড়ে

নন্দীগ্রাম ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, সকাল ১০টার দিকে আমি পৌরসভার মেয়র ও উপজেলার বিভিন্ন সার ডিলারদের মাধ্যমে ক্লোনের বিষয়টি জানতে পারি। কোনো এক প্রতারক চক্র সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে টাকা দাবি করে। তারা আমার গলা চেনায় তার পরিচয় জানতে চাইলে চক্রটি ফোন কেটে দেয়। পরে বিষয়টি আমাকে জানায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। পুলিশ চক্রটি ধরার চেষ্টা করছে।

আরএইচ/জেআইএম

Advertisement