তথ্যপ্রযুক্তি

এবার উড়ন্ত গাড়ি আনছে মারুতি

অনেকদিন আগেই বিশ্বের বিভিন্ন দেশে উড়ন্ত গাড়ি দেখা গেছে। বিভিন্ন নামিদামি সংস্থা এই গাড়ি এনেছে। তবে তা খুবই কম সংখ্যক। এবার জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি উড়ন্ত গাড়ি আনছে বাজারে। এতদিন পথে মারুতি সুজুকির পেট্রোল ও সিএনজি গাড়ি দেখেছেন। এবার আকাশে উড়তে চলেছে মারুতির সুজুকির নতুন ইলেকট্রিক এয়ার কপ্টার।

Advertisement

নতুন প্রযুক্তির উপর কাজ শুরু করেছে সুজুকি কর্পোরেশন। এই উড়ন্ত গাড়ি বা এয়ার কপ্টার স্কাইড্রাইভ নামে লঞ্চ হতে চলেছে। সড়কপথে ও জলপথে গাড়ির পর এবার আকাশপথে উড়ন্ত গাড়ি নিয়ে আসছে মারুতি সুজুকি। জাপানি সংস্থা সুজুকির সঙ্গে হাত মিলিয়ে এই এয়ার কপ্টার বাজারে আনবে সংস্থাটি।

আরও পড়ুন একসঙ্গে ৩ গাড়ি আনলো টাটা

জানা গেছে, এই এয়ার কপ্টার ড্রোনের থেকে আয়তনে বড় হবে। তবে প্রচলিত হেলিকপ্টারের থেকে আয়তনে ছোট এবং এটি সরাসরি বিল্ডিংয়ের ছাদে ল্যান্ড করবে। পাইলট-সহ তিনজন যাত্রীকে নিয়ে উড়তে পারবে স্কাই ড্রাইভ। পরিবহণ ব্যবস্থায় এটি যোগ হতে পারে খুব শিগগির।

Advertisement

পরিবহণ মাধ্যমে নতুন বিকল্পের সন্ধানে নেমে পড়েছে একাধিক সংস্থা। বিশ্বব্যাপী এই নিয়ে এরই মধ্যে একাধিক অভিনব পরিকল্পনাও সামনে এসেছে। জানা গিয়েছে, ভারতে আনার আগে প্রথমে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই উড়ন্ত গাড়ি লঞ্চ করতে পারে সুজুকি।

২০২৫ সালে জাপানে ওসাকা এক্সপো-তে এই কপ্টার সামনে আনবে সংস্থা। বিক্রির ক্ষেত্রে প্রাথমিক ভাবে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মনোযোগ করা হবে।

আরও পড়ুন ৭০টি সেফটি ফিচার থাকছে হুন্দাইয়ের গাড়িতেপুরোনো গাড়ির নতুন এডিশন আনলো মারুতি সুজুকি

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

কেএসকে/এমএস