ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে অভিযোগ এনে গেল কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার বাবা অনিরুধ সিং জাদেজা। অভিযোগের পর বেশ আলোচনায় আসেন জাদেজা। সন্তানের বিরুদ্ধে বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই জাদেজার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। বর্তমানে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।
Advertisement
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বাবার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের দাবি, তার বাবার অভিযোগ সম্পূর্ণ সাজানো। ভক্তদের এসব অভিযোগ বিশ্বাস না করারও আহ্বান জানান জাদেজা।
এবার একটি সাক্ষাৎকারে শ্বশুরের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয় জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাকে। প্রশ্ন শুনেই রেগেমেগে আগুন হয়ে যান জাদেজার স্ত্রী। সবার সামনে এ বিষয়ে প্রশ্ন করতে উপস্থাপকে নিষেধ করেন ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির এই নারী সাংসদ।
রিভাবা বলেন, ‘আমরা আজ এখানে (এ বিষেয়ে আলোচনা করতে) কেন? আপনি এটি সম্পর্কে জানতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন।’
Advertisement
এর আগে সাক্ষাৎকারে জাদেজার বাবা বলেন, ‘আপনি কি চান আমি একটা সত্য বলি? রবীন্দ্র ও তার স্ত্রী রিভাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি না এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে না। বিয়ের দুই-তিন মাস পর থেকেই ঝামেলা শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে জামনগরে একা থাকি। আর রবীন্দ্র তার নিজের একটি আলাদা বাসায় থাকে। সে একই শহরে থাকে, কিন্তু আমি তাকে দেখতে পাই না। আমি জানি না, তার স্ত্রী তার উপর কি জাদু করেছে।’
‘সে আমার ছেলে। এটা আমার হৃদয়কে পোড়ায়। আমি যদি তাকে বিয়ে না করাতাম। সে যদি ক্রিকেটার না হতো তাহলেই ভালো হতো। সেক্ষেত্রে আমাদের এসবের মধ্য দিয়ে যেতে হতো না।’-যোগ করেন জাদেজার বাবা।
জাদেজার বাবা আরও বলেন, ‘বিয়ের তিন মাসের মধ্যে সে (জাদোজর স্ত্রী) আমাকে বলেছিল, সবকিছু তার নামে হস্তান্তর করে দেওয়া উচিত। সে আমাদের পরিবারে ফাটল সৃষ্টি করেছে। সে আমার পরিবারকে সঙ্গে নিয়ে থাকতে চায়নি এবং স্বাধীন জীবন চেয়েছে। আমি ভুল হতে পারি, এবং নয়নাবা (রবীন্দ্রের বোন) ভুল হতে পারে। কিন্তু আপনি আমাকে বলুন, আমাদের পরিবারের ৫০ জন সদস্য কীভাবে ভুল হতে পারে? পরিবারের কারো সাথে কোনো সম্পর্ক নেই। শুধু ঘৃণা আছে।’
Advertisement
এমএইচ/জিকেএস