অর্থনীতি

ডিএনসিসি হলিডে মার্কেটে স্টল বুকিংয়ে ফি কমলো

ডিএনসিসি হলিডে-ঐক্য মার্কেটের এক বছর পূর্তি উপলক্ষে স্টল বুকিং ফি কমিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। রোববার (১১ ফেব্রুয়ারি) ডিএনসিসির ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

Advertisement

ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঢাকাসহ দেশের সব এসএমই উদ্যোক্তাদের জন্য আনন্দের সংবাদ। সব নারী উদ্যোক্তাদের জন্য সুসংবাদ। সব তরুণ উদ্যোক্তাদের জন্য সুসংবাদ। ডিএনসিসি ঐক্য-হলিডে মার্কেটের এক বছর পূর্তি উপলক্ষে স্টল বুকিং ফি কমলো! দুইদিনের ফি মাত্র ৩ হাজার টাকা। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি স্টল বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 01730745888 নম্বরে।’

গত বছরের ১৩ ফেব্রুয়ারি দেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের নানা ধরনের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে ‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’ চালু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি রোডে। এরপর থেকে প্রতি শুক্র ও শনিবার এ রোডে হলিডে মার্কেট বসছে।

এমএমএ/এমএএইচ/

Advertisement