আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
নির্বাচনে কারচুপির অভিযোগে ইমরান সমর্থকদের বিক্ষোভ
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের কর্মী ও সমর্থকরা। এসময় পুলিশ অনেককে গ্রেফতার করেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করে তারা। অভিযোগ করা হয়েছে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অনিয়ম করা হয়েছে।
সরকার নাকি বিরোধীদলে যাবে ইমরানপন্থিরা, সংবিধানে কী আছে?
Advertisement
পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন ২৬৬টি। তবে সংরক্ষিত ৭০টিসহ মোট আসন ৩৩৬টি। সব মিলিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯ আসন। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৈরি হয়েছে জটিলতা। প্রয়োজন হচ্ছে জোট গঠনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট হওয়ার ক্ষেত্রে তেমন কোনো জটিলতা না থাকলেও সমস্যা হচ্ছে স্বতন্ত্রদের বিষয়ে।
১৭ আসন পাওয়া এমকিউএমের সঙ্গেও সমঝোতার দাবি নওয়াজদের
জোট সরকার গঠনের বিষয়ে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) সঙ্গে সমঝোতা হয়েছে বলে ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। তবে সেই দাবি অস্বীকার করেছে ১৭ আসন পাওয়া এমকিউএম-পি। তারা বলছে, এ বিষয়ে নাকি কোনো আলোচনাই হয়নি।
নওয়াজ শরিফ হেরে যাওয়া আসনের ফল স্থগিত করলো ইসিপি
Advertisement
মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফ হেরে যাওয়া আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। প্রাথমিক ফলাফলে এনএ-১৫ মানসেহরা আসনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছিলেন পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী।
জোট সরকারে বিলওয়ালকে প্রধানমন্ত্রী করার শর্ত দিয়েছে পিপিপি
পিএমএল-এনের সঙ্গে জোট গঠনের শর্ত হিসেবে বিলওয়াল ভুট্টো জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিলওয়ালের বাবা আসিফ আলী জারদারি এ দাবি উত্থাপন করেছেন। সমর্থনের বিনিময়ে নতুন সরকারে পিপিপি’কে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
পাকিস্তানের নির্বাচনী ফল মেনে না নিতে বাইডেনের ওপর চাপ
পাকিস্তানের নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা। অনুরোধকারীদের মধ্যে রিপাবলিকান পার্টির পাশাপাশি বাইডেনের নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারাও রয়েছেন। তাদের দাবি, পাকিস্তানের নির্বাচনে জালিয়াতির অভিযোগ পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত এর ফলাফল যেন মেনে না নেন মার্কিন প্রেসিডেন্ট।
রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করলো তৃণমূল
রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল। রোববার তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরা সোমবার মনোনয়ন জমা দিতে পারেন বলে জানিয়েছে তৃণমূলের বেশ কিছু সূত্র। এবারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরোনো তিন সংসদ সদস্য। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও প্রার্থিতালিকায় স্থান দেওয়া হয়েছে।
সীমান্তে ৪০ ট্যাঙ্ক মোতায়েন করেছে মিশর
গাজার রাফা সীমান্তে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন পিরিস্থিতে দক্ষিণাঞ্চলের সিনাই সীমান্তে গত দুই সপ্তাহে অন্তত ৪০টি ট্যাঙ্ক পাঠিয়েছে মিশর। সীমান্তে নিজেদের নিরপত্তা জোরদার করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কারণ ওই এলাকায় গাজার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে। গাজায় যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল তা এবার রাফা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এই রাফাতেই আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। মিশরের আশঙ্কা ইসরায়েল যদি রাফায় হামলা শুরু করে তাহলে ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রম করে মিশরে চলে যেতে পারে।
ন্যাটোর কিছু দেশে হামলা চালাতে রাশিয়াকে উৎসাহ দেবেন ট্র্রাম্প
সামরিক জোট ন্যাটোতে যেসব সদস্য দেশ নির্ধারিত চাঁদা দেবে না, সেসব দেশে হামলা চালাতে রাশিয়াকে উৎসাহ দেবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আয়োজিত নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
অপারেশন থিয়েটারে বিয়ের ফটোশুট! চাকরি খোয়ালেন চিকিৎসক
একজন রোগীর জীবন বা মরণ নির্ভর করে হাসপাতালের অপারেশন থিয়েটারে। কিন্তু, সেই অপারেশন থিয়েটারই যখন বিয়ের আগে ফটোশুটের জায়গা হয়ে যায়, তখন সেটা অধিকাংশের কাছেই দৃষ্টিকটু বলে মনে হয়। আর ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলার এমন ঘটনাই ঘটেছে এবং ঘটনাটির একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।
এসএএইচ/এএসএম