অমর একুশে বইমেলার আজ ১১তম দিন। দুপুর ৩টায় শুরু হওয়া মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশেই অবস্থান লিটল ম্যাগ চত্বরের। তবে বইমেলার অন্য সব অংশে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় থাকলেও লিটল ম্যাগ চত্বর একেবারেই ফাঁকা।
Advertisement
রোববার (১১ ফেরুয়ারি) বিকেলে সরেজমিনে লিটল ম্যাগ চত্বর ঘুরে দেখা যায়, ক্রেতা-দর্শনার্থীদের ভিড় নেই মেলার এ অংশে। যদিও বিক্রয় প্রতিনিধিরা বলছেন, মেলার অন্য অংশ থেকে বরাবরই এ অংশে ভিড় কম থাকে।
দোলন প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি আফরোজা আক্তার বলেন, আমাদের স্টলে ১৪টি বই আছে। লোকজন এ চত্বরে কম আসে। তেমন বিক্রি হয় না।
ভিন্নচোখ প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি আবির বলেন, আমি ফেব্রুয়ারির চার তারিখ থেকে এখানে আছি। আজ একটাও বিক্রি হয়নি। এমনিতে এখানে ক্রেতা কম আসে। সবাই আসা যাওয়ার কাজে এ চত্বরের পথ ব্যবহার করে।
Advertisement
নান্দনিক প্রাকশনীর সুদীপ্ত মাহমুদ বলেন, বিক্রয় কম। ক্রেতা আসে না। আজ একটাও বিক্রি হয়নি। আমাদের স্টলে ৩০টির মতো বই আছে।
লোক প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি ইশিতা চাকমা বলেন, শুক্রবার ও শনিবার বইয়ের বিক্রি বেশি হয়। আজ লোকজন আসেনি। এখন পর্যন্ত একটা বইও বিক্রি হয়নি।
লিটল ম্যাগ চত্বরের পাশ দিয়ে হেঁটে যাওয়া মেলায় আসা দর্শনার্থী মিনহাজ তালুকদার বলেন, বইমেলার অন্য সব স্টলে ভিড় থাকলে লিটল ম্যাগ চত্বরে তেমন ভিড় দেখা যায় না৷ অনেকে জানে না এ চত্বরে কী ধরনের বই পাওয়া যায়। সম্ভবত এ কারণেই এ অংশে তেমন ভিড় থাকে না।
এনএস/এমএইচআর/এএসএম
Advertisement