সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী তাজওয়ার হাসনাত ত্বোহা। প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা।
Advertisement
তাজওয়ার হাসনাত ত্বোহা সিলেট বোর্ড থেকে এসএসসি ও ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিভাগ থেকে দুই পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকায়।
এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) মহাখালীর পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের বিল্ডিংয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
আরও পড়ুন>> মেডিকেল ভর্তিতে প্রথম তানজিম সর্বা
Advertisement
এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তি শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এএএম/ইএ/এএসএম
Advertisement