টু হুইলারের মধ্যে স্কুটার বেশ জনপ্রিয়। বিশেষ করে নারীদের কাছে। বর্তমানে বাইকের সঙ্গে পাল্লা দিয়েছে স্কুটি ব্যবহারের প্রবণতা। বিশেষ করে নারীরা এই ধরনের হালকা ওজনের, জটিলতা নেই এমন স্কুটার বেছে নিচ্ছেন। জেনে নিন নারীদের সেরা কয়েকটি বাইক সম্পর্কে-
Advertisement
হোন্ডা অ্যাক্টিভা ৬জিস্কুটারটিতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন। মাইলেজ দিতে পারে ৬০ কিলোমিটার। সর্বোচ্চ ৭.৭০ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। স্কুটারটির সফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৫.৩ লিটার। দু চাকাতেই ড্রাম ব্রেক। ফিচার্স রয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। হোন্ডার এই স্কুটারটি ভালো বিকল্প হতে পারে। বাজারে ১ লাখের মধ্যেই কিনতে পারবেন স্কুটারটি।
আরও পড়ুন* একসঙ্গে দুই নতুন পালসার আনলো বাজাজ
টিভিএস জুপিটরটিভিএস জুপিটর স্কুটারের ইঞ্জিন ১১০ সিসি। মাইলেজ দেয় ৬৫ কিলোমিটার প্রতি লিটার। সর্বোচ্চ ৭.৮৮ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৬ লিটার। সামনে রয়েছে ডিস্ক ও পিছনে ড্রাম ব্রেক। এটিও একটি স্টাইলিশ এবং ভালো মাইলেজ সম্পন্ন স্কুটার।
Advertisement
সুজুকি অ্যাক্সেস ১২৫সুজুকির এই স্কুটির ইঞ্জিন পাবেন ১২৪ সিসি। মাইলেজ দেবে প্রতি লিটার ৬৪ কিলোমিটার। সর্বোচ্চ ৮.৭ হর্সপাওয়ার, ৫ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক থাকবে। দারুণ একটি স্টাইলিশ স্কুটার সুজুকি অ্যাক্সেস ১২৫। নিত্য যাতায়াতের জন্য নারীদের এই স্কুটার ভালো বিকল্প হতে পারে।
হোন্ডা ডিওহোন্ডার স্কুটির ইঞ্জিন ১১০ সিসি পাবেন। মাইলেজ দেবে ৫০ কিলোমিটার প্রতি লিটার। সর্বোচ্চ ৭.৭৬ হর্সপাওয়ার এবং ৫.৩ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। স্কুটারের দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক।
ভেসপা ভিএক্সএল ১২৫ভেসপার এই স্কুটির ইঞ্জিন থাকছে ১২৫ সিসি। মাইলেজ দেয় ৪৫ কিলোমিটার প্রতি লিটার। সর্বোচ্চ ৯.৯২ হর্সপাওয়ার, ৭.৪ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। স্কুটারের সামনে রয়েছে ডিস্ক ও পিছনে ড্রাম ব্রেক। ভেসপার এই স্কুটারটি বিবেচনা করতে পারেন।
আরও পড়ুন* মালবহনের জন্য নতুন স্কুটার আনলো কোমাকি* ইথানলে চলবে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক
Advertisement
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এএসএম