সাহিত্য

মোদের বর্ণমালা

মো. রফিকুল ইসলাম

Advertisement

রফিক, শফিক, বরকতেরাছিলেন ভাষার ভক্ত,রক্ষা করলেন মাতৃভাষা দিয়ে বুকের রক্ত।

হাসিমুখে জীবন দিলেনমাতৃভাষার জন্য, তাদের এই আত্মত্যাগে মোদের জীবন ধন্য।

কেমন করে ভুলবো মোরাভাই হারানো দিন, কেমন করে শোধ করিবো রক্তমাখা ঋণ।

Advertisement

তাই তোমাদের চরণযুগল সাজাই ফুলের মালা, তোমাদেরই রক্তে কেনা মোদের বর্ণমালা।

তোমরা শহীদ তোমরা অমরনেই তোমাদের ক্ষয়,বুকের রক্ত ঢেলে দিয়ে করলে ভাষার জয়।

রক্ষা করলে মাতৃভাষা ধন্য করলে মাকে, মায়ের হৃদয় ভরে তুলি মিষ্টি মধুর ডাকে।

এসইউ/জিকেএস

Advertisement