বিশ্বকাপের পর কয়েকদিনের বিরতি, তারপর আবার মাঠে নামতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। কলকাতার হয়ে শিরোপাও জিতেছেন। ২০১১ সাল থেকে টানা কলকাতার হয়ে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। ফলে কলকাতাকে নিজের ঘরের মতই মনে হয় সাকিবের। কলকাতার ভাষা এক হওয়ায় তেমন একটা সমস্যায়ও পড়তে হয় না সাকিবকে। সংস্কৃতিও অনেকটা একই। মোটকথা সব মিলিয়ে কলকাতায় বেশ ভালোই আছেন সাকিব। ভারতীয় এক দৈনিক হিন্দুস্থান টাইমস পত্রিকায় সাক্ষাৎকার দেয়ার সময় সাকিব বলেন, ‘কলকাতাকে তার নিজের ঘরের মতই মনে হয়। জাতীয় দলের পর এটাই একমাত্র দল, যেখানে আমি অনেক দিন ধরে খেলছি। আমরা একই ভাষায় কথা বলি, একই সংস্কৃতি মেনে চলি, আবহাওয়াও একই। এমনকি বিমানে উড়ে আসতে লাগে মাত্র আধ ঘন্টা। অথচ ভারতের অন্য রাজ্যের খেলোয়াড়দের কলকাতায় আসতে এরচেয়ে বেশি সময় লাগে।’ তবে কেকেআরে বিদেশি খেলোয়াড় হিসেবে থাকায় একটু সমস্যা হয় সাকিবের। বাইরের মানুষজনও সাকিবকে নিজেদের বলে মনে করে। ‘একটাই বাধা, আমাকে খেলতে হয় বিদেশি খেলোয়াড় হিসেবে। যখন বাইরে বেরোই, মানুষ আমাকে তাদেরই একজন হিসেবে দেখে। এখানকার মানুষদের উষ্ণ ব্যবহার অসাধারণ।’ আরআর/আইএইচএস/আরআইপি
Advertisement