ক্যাম্পাস

চার পদ থেকে চবির দুই সহকারী প্রক্টরের হঠাৎ পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ করেই সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তারা। বিশ্ববিদ্যালয়ের চারটি পদ থেকে পদত্যাগ করেন তারা।

Advertisement

পদত্যাগকারী সহকারী প্রক্টররা হলেন- পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম। এর মধ্যে মোরশেদুল আলম সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষকের পদ থেকেও পদত্যাগ করেছেন। আর অরূপ বড়ুয়া চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ‘ব্যক্তিগত কারণে আমি সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র গ্রহণ ও অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

এ ব্যাপারে ড. মো. মোরশেদুল আলম জাগো নিউজকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি।

Advertisement

তবে অরূপ বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমদ জাগো নিউজকে বলেন, তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা উপাচার্য বরাবর তা প্রেরণ করব।

আহমেদ জুনাইদ/এফএ/এমএস

Advertisement