অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদে তার ভক্তরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। তার সহকর্মীরাও বেশ উদ্বিঘ্ন এ খবর জেনে।
Advertisement
১০ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী। আজ (১১ ফেব্রুয়ারি) সকালে বাবাকে দেখতে হাসপাতালে যান তার ছেলে মিমো চক্রবর্তী। এ সময় বাবা-ছেলের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। সে সময় তাদের সঙ্গে ছিলেন টালিউডের প্রযোজক অতনু রায়চৌধুরী। ‘আনন্দবাজার’র খবরে এমনটাই জানা গেছে।
আরও পড়ুন: এখন কেমন আছেন মিঠুন চক্রবর্তী
তাদের দুজনের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথাবার্তা বলেছেন মিঠুন। গতকাল ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং করতে বেরোনোর আগে অসুস্থ বোধ করেন মিঠুন। মিমোর সঙ্গে এ সিনেমার পাশাপাশি ‘প্রজাপতি’ সিনেমা নিয়েও আলোচনা করেন মিঠুন। সেই সিনেমরাই প্রযোজক অতনু।
Advertisement
সিনেমাটি নিয়ে যে মিঠুনের পরিবার কতটা গর্বিত, সে কথাও নাকি বারবার উঠে এসেছে মিঠুন এবং মিমোর আলাপচারিতায়। মিঠুনের ছেলে মিমোর সঙ্গে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে তার ছোট ছেলে নমশি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘ভাগ্য সহায়, বাবা এখন ভালো আছেন।’
এদিকে একটি সূত্র থেকে জানা যাচ্ছে, শনিবার বিকালে মিঠুনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে মিমো বাবাকে মুম্বাই নিয়ে যেতে চাইবেন কি না, সে প্রশ্নও উঠছে। শনিবার ছুটি পেলে কলকাতাতেই থাকবেন মিঠুন। অভিনেতার শারীরিক পরিস্থিতি দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএমএফ/এমএস
Advertisement