সকাল থেকে দিনভর রোদ। রোদের সঙ্গে সকাল-বিকেল হালকা কুয়াশা। এরসঙ্গে রাতে হিমশীতল বাতাসে টানা চারদিন ধরে পঞ্চগড়ে বয়ে চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ।
Advertisement
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭। এরপর শুক্রবার ও শনিবার ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
সকাল থেকে দিনভর রোদের কারণে জনজীবনে স্বস্তি মিললেও বিকেলের পর থেকে ভোর পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ। আরও দু’একদিন এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেলেও তেঁতুলিয়ার আবহাওয়া ব্যতিক্রম। এখানে গত চারদিন ধরে রাতে টানা শৈত্যপ্রবাহ চলছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ৮ এর নিচে অবস্থান করছে। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮।
Advertisement
সফিকুল আলম/এফএ/জিকেএস