বিএনপি চেয়রাপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় প্রায় সোয়া একঘণ্টা ব্যাপী বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎ শেষে মজীনা উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী ও সুসংহত করতে সকল দলের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকা উচিত।বাংলাদেশকে একটি অমিত সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সুন্দর দেশগুলোর মধ্য বাংলাদেশ অন্যতম একটি দেশ।তার দায়িত্ব পালনের মেয়াদে দেশের বিভিন্ন জেলায় সফরের অভিজ্ঞতা উল্লেখ করে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। বাংলাদেশ ভবিষ্যতে অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ হিসাবে বিশ্বের কাছে আবির্ভূত হবে।মজীনা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে।খলেদা জিয়ার সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
Advertisement