বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ছুটছেন মুসল্লিরা। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নিয়েছেন।
Advertisement
আখেরি মোনাজাতে অংশ নিতে ময়মনসিংহের ভালুকা থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেবো। আল্লাহর কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইবো। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপমুক্ত করতে পারেন।
গাজীপুরের শ্রীপুর থেকে এসেছেন আলামিন সরকার। তিনি বলেন, আমরা ১২ জন একসঙ্গে ভোরে ইজতেমা ময়দানে এসেছি। লাখো মুসল্লির সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাইবো।
রোববার সকাল ৯টা থেকে দশটার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক সূত্র।
Advertisement
এফএ/এমএস