গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান (৪০) নিহত হয়েছেন।
Advertisement
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর ওই গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুল ইসলামের সঙ্গে মাহফুজুরের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বিকেলে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুড়ি দিয়ে মাহফুজুরের গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন মোকছেদুল। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শামীম সরকার শাহীন/এমকেআর