দেশজুড়ে

ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে সাগরিকা এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী রেলস্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। এসময় হঠাৎ ট্রেনটির চারটি চাকাসহ একটি বগিটি লাইনচ্যুত হয়ে। তবে ট্রেনের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এলেই বগিটি সরানোর ব্যবস্থা করা হবে।

ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস