দেশজুড়ে

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

আবারও শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। দুইদিন ধরে বয়ে চলেছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা উঠানামা করছে ৭ থেকে ৮ এর মধ্যে।

Advertisement

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি।

প্রতিদিন বিকেলের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোরের হালকা কুয়াশা কেটে সকালের দিকে সূর্যের দেখা মিললে স্বস্তি ফিরে জনজীবনে। তবে দুপুর গড়িয়ে বিকেলের দিকে হিমেল বাতাসের কারণে আবারও তীব্র শীত অনুভূত হয়। এতে দুর্ভোগে পড়েছেন সকালে কাজে যোগ দেওয়া রিকশা-ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ৭ থেকে ৮ এর মধ্যে উঠানামা করছে। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি।

Advertisement

সফিকুল আলম/এএইচ/এমএস