অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে মাসউদ আহমাদের নতুন উপন্যাস ‘মুনিয়ার অসুখ’। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল।
Advertisement
লেখক জানান, বিশ্ববিদ্যালয় পাস করা এক আশ্চর্য তরুণ ফাহাদ আবির, ঢাকা শহরে টিউশনি করে চলে। প্রতিকূল পরিবেশ ও সময়ের সঙ্গে লড়াই করে এগিয়ে যায়। মায়ের মৃত্যুতে গ্রামে যাওয়ার পর প্রেমিকা নাবিলা নিরুদ্দেশ। ভালো পরীক্ষা দিয়েও সে চাকরি পায় না। বয়স ফুরিয়ে যাচ্ছে। সে ক্রমশ সিজোফ্রেনিক ডিজঅর্ডারের দিকে ধাবিত হয়। বাড়ি থেকে ফিরে অদ্ভুতভাবে দেখা হয় পূর্বপরিচিত মুনিয়ার সঙ্গে। মুনিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র; নতুনভাবে দেখা হওয়ার পর ফাহাদের জীবন বদলে যায়।
আরও পড়ুন• মাসুম আওয়ালের ‘আমার বর্ণমালা’ সিরিজ• সাহাদাত হোসেনের ‘তোমার ইশারায় সিম্ফনি’
করোনাকালীন স্তব্ধ সময় ও ছন্দপতনের অভিঘাত নিয়ে গড়ে উঠেছে মাসউদ আহমাদের উপন্যাস ‘মুনিয়ার অসুখ’। প্রেম, সম্পর্কের লাবণ্য ও আলো-অন্ধকারের আড়ালে এই উপন্যাসে বড় সত্য হয়ে খেলা করে সময়।
Advertisement
বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে ৩২০ টাকার বিনিময়ে উপন্যাসটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।
এসইউ/এমএস