বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিরতার মধ্যে কক্সবাজারের উখিয়ার থাইংখালীর রহমতেরবিল এলাকায় অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেছে। তবে মরদেহ এখনো উদ্ধার করা হয়নি।
Advertisement
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মরদেহর খবর পেলেও সীমান্ত এলাকায় উত্তেজনা থাকায় সেটি সকালে উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, সকালে পুলিশের একটি টিম মরদেহ উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, সীমান্তে চলমান সংঘর্ষে মিয়ানমারের অনেক নাগরিক ও সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর অনেকে হতাহত হয়ে থাকতে পারে। হয়তো তাদের মরদেহ নাফনদী দিয়ে ভেসে এসেছে।
Advertisement
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উখিয়ার পালংখালীর রহমতেরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তাদের সঙ্গে দুই নারী এবং দুই শিশুও ছিল।
এএইচ/এমএস