বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও তার সহযোগীদের বিরুদ্ধে যুবলীগের এক নেতাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
Advertisement
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি।
রাজি উপজেলার বাঁশপাতা গ্রামের গোলাম হোসেন সরকারের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আলিম আল রাজি ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের স্টলে বসে চা পান করছিলেন। এসময় জোড়খালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি তার লোকজন নিয়ে ওই চা স্টলে উপস্থিত হন। সেখানে পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতার মধ্যে কথা-কাটাকাটি হয়।
Advertisement
একপর্যায়ে ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে লোহার রড দিয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেন।
আহত আলিম আল রাজি বুলেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মাইদুল ইসলাম রনি ও জুয়েলসহ অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) সৈকত হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
এসআর/এএসএম