স্বাস্থ্য

একদিনে আরও ৩৩ করোনা রোগী শনাক্ত

একদিনে আরও ৩৩ করোনা রোগী শনাক্ত

দেশে নতুন করে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনই ঢাকার বাসিন্দা। তবে এসময়ে দেশে করোনায় কারও মৃত্যুর তথ্য জানা যায়নি।

Advertisement

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৪৮৩ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৪৪০ জনে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৪৭টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩০ জনই ঢাকার রোগী। দুজন চট্টগ্রামের বাসিন্দা।

Advertisement

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৪০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৬৪৯ জনে। মোট সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এএএম/এমকেআর/এএসএম

Advertisement