জাতীয়

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৪

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় ওয়েল্ডিং করার সময় গ্যাসের পাইপ বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে ঘটে এ ঘটনা। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

তারা হলেন, মেহেদী হাসান (৩০), মো. জাকির হোসেন (২৬), মো. কামরুল (৪০), মো. মাহবুব (৩০), মো. শফিক (২৮), সিকিউরিটি মো. মনির (২৮), মো. সামচু মিয়া (৩২), মো. রিপন (৩৪), মো. রুবেল মিয়া (১৯), জিতু (৪০), পলাশ কান্তি (৪২), মো. মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।

আরও পড়ুন: পোড়া ক্ষত ও দাগ সারানোর সেরা ঘরোয়া উপায়

Advertisement

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১৪ জন হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের শরীরের কত অংশ দগ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান এই চিকিৎসক। তবে তাদের বেশিরভাগের দগ্ধ কম হয়েছে। আর দুজনের দগ্ধ বেশি থাকায় তাদের হাসপাতালে ভর্তি করা হবে। বাকিদের অবজারভেশনে রাখা হয়েছে।

কাজী আল আমিন/জেডএইচ/এএসএম

Advertisement