একুশে বইমেলা

বইমেলায় বঙ্গ রাখালের দুটি কবিতার বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি বঙ্গ রাখালের দুটি কবিতার বই। ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন মঈন ফারুক। বইটি পাওয়া যাচ্ছে প্রকাশনীর ২৩৯ নাম্বার স্টলে। ৪ ফর্মার বইটির মূল্য ২৫০ টাকা।

Advertisement

‘জন্মান্ধ ঘোড়া’ বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। বইটি পাওয়া যাচ্ছে প্রকাশনীর ৮৫-৮৬ নাম্বার স্টলে। ৫ ফর্মার বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

আরও পড়ুন• বইকে আমি সন্তান মনে করি না: নির্জন • বইমেলা বইকেন্দ্রিক হোক: জাকির হোসাইন 

বঙ্গ রাখালের কবিতা সম্পর্কে কবি ও গবেষক সুমন শামস বলেন, ‘কলহমোহনীয় কোনো উর্বশীর মতো ঠোঁটকাটা সুন্দর তার কবিতা। জোয়ানী রোদে পেশী ফুলিয়ে অক্ষর জ্বেলে তারা বাঁচে। স্বঘোষিত মহারাজার মতো কবিতার মাস্তান হয়ে ওঠেন তিনি নিজেই।’

Advertisement

বঙ্গ রাখালের উল্লেখযোগ্য বই- সংস্কৃতির দিকে ফেরা, লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ, মানবতাবাদী লালন জীবন অন্বেষণ, হাওয়াই ডাঙ্গার ট্রেন, মনীষা বীক্ষণ ও অন্যান্য, অগ্রন্থিত রফিক আজাদ, পাগলা কানাই ও তাঁর তত্ত্ব দর্শন, লণ্ঠনের গ্রাম প্রভৃতি।

এসইউ/জিকেএস