খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগে দল পেলেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও মাত্র কয়েকদিনের ছুটি কাটিয়ে আবারও ক্রিকেটারদের ফিরতে হচ্ছে মাঠে। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এ উপলক্ষ্যে আজ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হতে হচ্ছে প্লেয়ার বাই চয়েজ। এক নজরে দেখে নেওয়া এখন পর্যন্ত কে কোন দলে : প্রাইম ব্যাংক: কাজী নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী, নাজমুল অপু, মেহেদী মারুফ, তাইবুর রহমান পারভেজ, রুবেল হোসেন,প্রাইম দোলেশ্বর: রনি তালুকদার,সানজামুল ইসলাম,ফরহাদ রেজা,রকিবুল হাসান,আল আমিন হোসেন,রাহাতুল ফেরদাউস,ঢাকা আবাহনী লিমিটেড: লিটন কুমার দাস,মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, সাকলাইন সজিব,লিজেন্ডস অব রূপগঞ্জ: জহুরুল ইসলাম, খন্দকার মোশারফ হোসেন,তাইজুল ইসলাম,আসিফ আহম্মেদ রাতুল,আবু হায়দার রনি,জুনায়েদ সিদ্দিকী, মোহামেডান স্পোর্টিং ক্লাব: নাঈম ইসলাম,আরিফুল হক,সৈকত আলী, এজাজ আহমেদ,নাইমুল ইসলাম জুনিয়ার,এনামুল হক জুনিয়ার,কলাবাগান ক্রিকেট একাডেমি: মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান লিমন,ইরফার শুকুর,বিশ্যনাথ হাওলাদার,মাইমুকুর রহমান,আবুজায়েদ চৌধুরী রাহীকলাবাগান ক্রীড়া চক্র: আব্দর রাজ্জাক,তাসামুল হক,মো:শরিফউল্লাহ,সাদমান ইসলাম,মেহরাব হোসেন জুনিয়ার,তানভির হায়দারব্রাদার্স ইউনিয়ন: আরিফুল হক,ইফতেখার সাজ্জাদ রনি, শাহরিয়ার নাফিস, জাকির হোসেন,মোহাম্মাদ শহীদ,নাবিল সামাদধানমন্ডি শেখ জামাল: সোহাগ গাজী,আরাফাত সানী, মার্শাল আইয়্যূব,মুক্তার আলী,জয়রাজ শেখ,শফিউল ইসলামভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: নাদিফ চৌধুরী, সোহরোওয়াদী শুভ,ধিমান ঘোষ,আল আমিন জুনিয়ার,আব্দুল মজিদ,কামরুল ইসলাম রাব্বিক্রিকেট কোচিং স্কুল: মো:শাফি হাসান,মো:শাফিউদ্দিন,নাসুম আহম্মেদ,সাঈদ সরকার,রাজিন সাহেল আলম,অমিত মজুমদারগাজী গ্রুপ ক্রিকেটার্স: আলক কাপালি, ইলিয়াস সানী,শামসুর রহমান শুভ,মোহাম্মাদ শরিফ, ফরহাদ হোসেন,মেহেদী হাসানআরটি/এমআর/এমএস

Advertisement