একুশে বইমেলা

বইমেলায় আলমের লিপোগ্রাম উপন্যাস ও কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলায় এসেছে ম স আলমের একটি লিপোগ্রাম উপন্যাস ‘পাঁজর’। এছাড়া প্রকাশিত হতে যাচ্ছে একটি লিপোগ্রাম কাব্যগ্রন্থ।

Advertisement

লেখক ম স আলম বলেন, ‘বাংলা সাহিত্যের প্রথম লিপোগ্রাম উপন্যাসের নাম ‘পাঁজর’। এ উপন্যাসে কোনো স্বরবর্ণ ব্যবহার করা হয়নি। তবে স্বর-কার ব্যবহার করা হয়েছে। উপন্যাসে আছে ২৫ হাজারের বেশি শব্দ। প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে।’

আরও পড়ুন

• বইমেলায় রুবাইদা গুলশানের ‘জোছনাময়ী’ • বইমেলায় জবি শিক্ষার্থী নুরের 'একদিন বন্ধ হবে' 

Advertisement

এছাড়া বইমেলার মাঝামাঝি সময়ে ম স আলমের লেখা ‘দ্য বিলিয়নেয়ার ভদকা’ নামে কবিতার বই প্রকাশিত হবে। এ কাব্যগ্রন্থেও কোনো স্বরবর্ণ ব্যবহার করা হয়নি। সে হিসেবে কাব্যগ্রন্থটিও লিপোগ্রাম হিসেবে বিবেচিত। এতে ৬৪টি কবিতা আছে।

ম স আলম ভিন্নধারায় লিখে বাংলা সাহিত্যের নতুন পথ সুগম করতে চান। তিনি নেত্রকোণা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন।

এসইউ/জিকেএস

Advertisement