ধর্ম

আসরের নামাজ আদায়ের সময় সূর্য ডুবে গেলে তা শুদ্ধ হবে কি?

আসরের ফরজ নামাজ পড়ার পর থেকে সূর্য নিষ্প্রভ ও হলুদ হয়ে যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয়। আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ১৯৫৭)

Advertisement

তবে কারও যদি কাজা নামাজ থাকে, তাহলে তিনি সূর্য হলুদ ও নিষ্প্রভ হয়ে যাওয়া পর্যন্ত কাজা নামাজ আদায় করতে পারেন। এ সময় কাজা নামাজ মসজিদে আদায় না করে ঘরে আদায় করা উত্তম। কারণ যেহেতু এ সময় নফল নামাজ মাকরুহ, তাই কাজা নামাজ আদায় করতে দেখলে কেউ ভুল বুঝতে পারে।

সূর্য হলুদ ও নিষ্প্রভ হয়ে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজা বা নফল নামাজ পড়া নাজায়েজ। এ সময় শুধু ওই দিনের আসরের নামাজ আদায় করা জায়েজ, যদি কোনো সমস্যার কারণে দেরি হয়ে যায়, আদায় করা না হয়। এ সময়ের আগেই আসরের নামাজ আদায় করার চেষ্ট করা জরুরি।

যদি ওই দিনের আসরের নামাজ আদায়ের সময় সূর্য ডুবে যায় এবং মাগরিবের ওয়াক্ত শুরু হয়, তাহলেও নামাজ শুদ্ধ হবে, পুনরায় পড়তে হবে না। কারণ সূর্যাস্তের সময়ও ওই দিনের আসরের নামাজ আদায় করা জায়েজ।

Advertisement

ওএফএফ/এমএস