দেশজুড়ে

অনুমোদন ছাড়া জারে পানি বিক্রি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদন ছাড়া প্লাস্টিকের জার ও বোতলে পানি বিক্রির অপরাধে নীল প্রিমিয়ার ওয়াটার সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

এ সময় বিএসটিআই কর্মকর্তা মো. মাহফুজুল রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. জিল্লুর রহমানসহ সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, বিএসটিআইর অনুমোদন ছাড়াই কারখানাটি দীর্ঘদিন ধরে জারে ও বোতলে ভরে পানি বিক্রি এবং বাজারজাত করছিলেন। অভিযানকালে অনুমোদন ছাড়াই পানি বিক্রির অপরাধে কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Advertisement

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম