দেশজুড়ে

জাবিতে সংঘবদ্ধ ধর্ষণ, জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গ জড়িত সব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধার যৌথ আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি কলি রানী বর্মণ, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের একদলীয় স্বৈরশাসনের ফলে প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের দখলদারিত্বে থাকায় সেখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ নাই। ফলে তারা প্রতিটি জায়গায় লুটপাট, সন্ত্রাস, দখলদারিত্ব ও ধর্ষণের রাজত্বে পরিণত করেছে। দিনের পর দিন বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে। এ ধর্ষণকাণ্ডের দায় আওয়ামী লীগকেই নিতে হবে।

Advertisement

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজ, মামুন ও তাদের সহযোগীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে নিশ্চিত করাসহ আগামী দিনে জনগণকে এসব জুলুম নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।

শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস