সাহিত্য

মিলন রায় চৌধুরীর কবিতা: ভাষার স্মৃতি

সালাম, রফিক, বরকত, শফিক নাম না জানা যাদের জীবনের বিনিময়,ফিরে পেয়েছি প্রাণের ভাষা, মাতৃভাষা কথা বলি বাংলায়।যাদের আত্মত্যাগের বিনিময়ে ফিরে পেয়েছি ভাষা, সাহস জুগিয়েছে আমাদের মনে, জাগিয়েছে বাঁচার আশা।মায়ের ভাষার জন্য তোমরা জীবনকে করেছো তুচ্ছজ্ঞান,কোনো কিছুর বিনিময়ে পারবো না দিতে তোমাদের প্রতিদান।তোমরা আছো, তোমরা ছিলে, তোমরা থাকবে চিরদিনশ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি, শেষ হবে না তোমাদের ঋণ।স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়াশোনা করি বাংলায়,স্মরণ করি সর্বদা তোমাদের মাথানত করি শ্রদ্ধায়।ত্যাগের মহিমায় উদ্ভাসিত ছিল তোমাদের মন,আন্দোলন করে পেয়েছি ভাষা, তোমাদের ভুলবে না জনগণ।তোমাদের আন্দোলন সাহস জুগিয়েছে, মোরা পেয়েছি স্বাধীনতা,বিশ্বের কাছে পেয়েছি পরিচয়, ভুলবো না তোমাদের স্মৃতিকথা।আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি সারাবিশ্ব দেখেছে তোমাদের অবদান,২১ ফেব্রুয়ারি পালন করি পৃথিবীজুড়ে, তোমাদের স্মৃতির প্রতি রাখতে সম্মানপেয়েছি ভাষা, পেয়েছি স্বাধীনতা, সার্বভৌম বাংলাদেশভাষা আন্দোলন দিয়ে শুরু, স্বাধীনতা আন্দোলন দিয়ে করেছি শেষ।তোমাদের জীবনের বিনিময়ে পেয়েছি ভাষা, তোমরা করেছো আন্দোলন,বাংলা ধনী-গরিব, কৃষক-শ্রমিক সবার প্রাণের স্পন্দন।পৃথিবীতে বাংলা ভাষা পেয়েছে এক অনন্য স্থান,বাঙালি জাতি হিসেবে গর্ব মোদের যে করেই হোক রাখবো ভাষার মান।সবশেষে বলতে চাই, যাদের আত্মত্যাগে মোরা কথা বলি বাংলায়,বাঙালি জাতি হিসেবে গর্ব করবো মোরা, তাদের স্মরণে মাথানত করবো শ্রদ্ধায়।বিফলে যাবে না তাদের এই আত্মবলিদান,মনের মণিকোঠায় থাকবে তোমরা, ভুলবো না তোমাদের অবদান।

Advertisement

কবি: সহকারী প্রধান শিক্ষক, চরদৌলতখান মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালকিনি, মাদারীপুর।

এসইউ/জিকেএস

Advertisement