বান্দরবানের ঘুমধুম এলাকায় আবারও মিয়ানমার থেকে ছোড়া মর্টালশেল এসে পড়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়ায় সৈয়দ নূরের বাগানে এসে মর্টারশেলটি পড়ে।
Advertisement
ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা নিহতের পর আজ ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আমবাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টারশেল এসে পড়েছে। তবে এতে নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন জাগো নিউজকে জানান, ঘুমধুম এলাকায় মর্টারশেল বিস্ফোরণে নিহতের ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এছাড়া সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মিয়ানমার থেকে ১১৩ জন বিজিপি ও একজন সিভিলসহ মোট ১১৪ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এর আগে বান্দরবানে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম