দেশজুড়ে

অন্যের এনআইডি দিয়ে টিকিট কেটে কালোবাজারি, বুকিং সহকারী গ্রেফতার

অন্যের এনআইডি দিয়ে টিকিট কেটে কালোবাজারি করার অপরাধে ময়মনসিংহ রেলস্টেশনের বুকিং সহকারী রফিকুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১২টি টিকিট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের ৫০০ এনআইডি নম্বর ও মোবাইল নম্বর সম্বলিত একটি তালিকা উদ্ধার করা হয়।

Advertisement

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার বুকিং সহকারীর বিরুদ্ধে আগেও টিকিট কালোবাজারির অভিযোগে পুলিশের দায়ের করা মামলার সম্পৃক্ততা ছিল। তিনি রেলের কর্মচারী হয়েও দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি করে আসছেন। টিকিট নিতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতেন তিনি।

এরপর সময়-সুযোগ বুঝে তাদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের টিকিট কেটে নিজের কাছে রেখে কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। পরে এসব টিকিট বিক্রির লভ্যাংশ তিনি তার বিকাশ ও নগদের মাধ্যমে নিয়ে নিতেন।

Advertisement

এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হানিফুর রহমান বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/বিএ/এমএস