জাতীয়

কিডনি প্রতিস্থাপনে বিএসএমএমইউ’র সহযোগিতা নেবে শিশু হাসপাতাল

শিশু কিডনি প্রতিস্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কাছ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা নেবে বাংলাদেশ শিশু হাসপাতাল।

Advertisement

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের কোনো রোগীর যেন বাইরে না যায় সেদিকে সবাইকে নজর দিতে হবে। প্রতিস্থাপনের জন্য সাধারণত রোগীরা দেশের বাইরে যায়। বিএসএমএমইউতে সফলভাবে কিডনি, শিশুদের কিডনি, লিভার, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে। এতে দেশের টাকা দেশেই থেকে যাচ্ছে। প্রতিস্থাপনের সব কারিগরি বিষয় দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি। বাংলাদেশ শিশু হাসপাতাল এ বিষয়ে এগিয়ে আসায় অভিনন্দন জানাই।

এ সময় বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, রেনাল ট্রান্সপ্ল্যান্ট হেড ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ওমর ফারুক, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, শিশু নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গুলশান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এএএম/ইএ/এএসএম