জাতীয়

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের বন্দর টোল রোডের ডিসি পার্ক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত এবং আরেক যুবক (৩২) আহত হয়েছেন।

Advertisement

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী থানার নজু মিয়া হাট এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

রায়হানের বন্ধু তারেক বলেন, রায়হান বায়িং হাউজে চাকুরি করতেন। তার অফিস পতেঙ্গায়। অফিস শেষে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। এখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জাগো নিউজকে বলেন, ডিসি পার্ক এলাকায় দুর্ঘটনার শিকার দুজনকে চমেক হাসপাতালে আনা হয়। রায়হান নামের একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ইকবাল হোসেন/এমএইচআর