দেশজুড়ে

অচেতন অবস্থায় উদ্ধার আওয়ামী লীগ নেতার মৃত্যু, স্ত্রী আইসিইউতে

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রতন কুমার দাস (৬৫) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনা তার স্কুল শিক্ষিকা স্ত্রী কনিকা রানী দাস (৫৭) আইসিইউতে রয়েছেন।

মৃত রতন কুমার দাস রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের বিপিন বিহারী দাসের ছেলে। সে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার স্ত্রী মধুপুর ছকিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রতন কুমার দাসের ভাই নান্টু কুমার দাস জাগো নিউজকে জানান, ওই বাড়িতে শুধু তার বড় ভাই-ভাবি থাকতেন। পড়াশোনার কারণে তাদের ছেলে-মেয়ে ঢাকায় থাকে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন শনিবার সকালে প্রাইভেট পড়তে এসে এক ছাত্র তাদের ডাকাডাকি করে। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে তাদেরকে জানান। পরে তারা এসে ঘরে ঢুকে দেখতে পাই দুজনই অচেতন অবস্থায় রয়েছেন। আর ঘরের মালামাল এলোমেলো। পরে তাদের অচেতন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই রতন কুমার দাসের মৃত্যু হয় এবং তার ভাবি এখন আইসিইউতে ভর্তি রয়েছেন।

Advertisement

তিনি আরও জানান, তারা ধারণা করছেন কৌশলে কোনো একটি চক্র বাড়িতে ঢুকে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে পরিকল্পিতভাবে তাদের অচেতন করে ঘরে থাকা সোনার অলংকার, নগদ টাকা ও অন্যান্য মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

রুবেলুর রহমান/এনআইবি/জিকেএস

Advertisement