জাতীয়

ডিজিটাল যুগেও যেন আদিম যুগে আছি: সংসদে আশরাফুজ্জামান

‘রাস্তার বেহাল দশায় ডিজিটাল যুগেও যেন আদিম যুগে আছেন’ বলে আক্ষেপ প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আশরাফুজ্জামান।

Advertisement

রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

আশরাফুজ্জামান সম্পূরক প্রশ্নে নিজ এলাকার সড়কের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল যুগেও যেন আদিম যুগে আছি। সাতক্ষীরা শহরের পোস্ট অফিসের মোড় থেকে ফুড অফিস, সমবায় অফিস, সাতক্ষীরা সরকারি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে যে মহাসড়কটি রয়েছে সেখান দিয়ে কোনো মানুষ যদি আসে, কোন গর্ভবতী নারী আসেন তাহলে রাস্তায় তার ডেলিভারি হয়ে যাবে। রাস্তাটি দ্রুত সংস্কার করার আহ্বান জানাই।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যে রাস্তাগুলো জরুরি, যেখানে জনগণের চলাফেরার সমস্যা হচ্ছে, এ বিষয়ে পৌরসভা থেকে প্রাক্কলন পাঠানো হলে টাকা দ্রুত ছাড় করা হবে। এরপরও যদি কোনো যৌক্তিকতা থাকে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো। উনি (সংসদ সদস্য) যেন লিখিত পাঠান।

Advertisement

আইএইচআর/জেডএইচ/জিকেএস