রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে মোংলা বন্দরে ভেড়া লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এসটি সোফিয়া থেকে চলছে পণ্য খালাসের কাজ। একই সঙ্গে খালাস পণ্য পরিবহন করা হচ্ছে সড়কপথে। সড়কপথে এসব পণ্য নেওয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।
Advertisement
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ে। জাহাজটিতে ১ হাজার ৬৮১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য এসেছে।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্টের সিনিয়র অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, জাহাজটি গত ৫ জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবাগ বন্দর থেকে রূপপুরের মেশিনারিজ পণ্য নিয়ে ছেড়ে আসে।
এরপর শনিবার রাতে মোংলা বন্দর জেটিতে ভেড়ে জাহাজটি। জাহাজটি থেকে রাতের শিফট থেকেই পণ্য খালাস শুরু হয়। আগামী ২-৩ দিনের মধ্যে পণ্য খালাস শেষ হলে বন্দর ত্যাগ করবে এসটি সোফিয়া।
Advertisement
আবু হোসাইন সুমন/এফএ/জেআইএম