তরুণ ব্যাটার জসস্বি জয়সওয়ালের ব্যাটে অসাধারণ এক ডাবল সেঞ্চুরির দেখা মিললো। ইংল্যান্ডের মত শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে ২০৯ রানের অনবদ্য একটি ইনিংস খেলে থামলেন তিনি। ২২ বছর বয়সী এক তরুণের ২৯০ বল মোকাবেলা করা চাট্টিখানি কথা নয়।
Advertisement
জয়সওয়ালের ২০৯ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ভারত করেছিলো ৩৯৬ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড ক্রিকেট দল জসপ্রিত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ের মুখোমুখি হন। একা এক জ্যাক ক্রাউলি ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। ফলে ৫৫.৫ ওভারে ৪.৫৩ রেটে ২৫৩ রান তুলতেই অলআউট হয়ে যায় বেন স্টোকসের দল।
জসপ্রিত বুমরাহ একাই নেন ৬ উইকেট। রান দিয়েছেন মাত্র ৪৫টি। কুলদিপ যাদব নেন ৩টি এবং বাকি উইকেটটি নেন অক্ষর প্যাটেল।
মূলত বিশাখাপত্মনমেও ‘বাজবল’ ক্রিকেট থেকে সরে আসেনি ইংল্যান্ড। হায়দরাবাদে বাজবল ক্রিকেট খেলে ম্যাচ জেতার পর বেন স্টোকসদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। যে কালে দ্বিতীয় টেস্টে ভারতের করা ৩৯৬ রানের জবাব দিতে নেমে বাজবল ক্রিকেট খেলার চেষ্টা করে ইংলিশরা।
Advertisement
এরই সুযোগ গ্রহণ করেন জসপ্রিত বুমরাহ এবং কুলদিপ যাদব। এই দু’জনের বোলিং তোপের মুখে দ্রুত উইকেট হারায় সফরকারী দলটি। ক্রাউলি খেলেন সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। ৪৭ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ২৫ রান করেন জনি বেয়ারেস্ট। ২১ রান করেন টম হার্টলি।
প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ২৮ রান। সব মিলিয়ে ১৭১ রান এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল।
আইএইচএস/
Advertisement