আইন-আদালত

তনু হত্যা মামলা কোথায় গিয়ে শেষ হবে বলতে পারছি না

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার আশংকা প্রকাশ করে বলেছেন, তনু হত্যা মামলা কোথায় গিয়ে শেষ হবে বলতে পারছি না। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘জাস্টিস টু দ্য পিপল’ শীর্ষক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।  সাবেক এ বিচারপতি বলেন, কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড ঘটেছে একটি বিশেষ এলাকায়। যারা আইনকে নিয়ন্ত্রণ করেন তনু মার্ডার কেসে তাদের প্রছন্ন ছায়া দেখতে পাচ্ছি। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইনকে নিয়ন্ত্রণ করবেন না। আইনকে তার পথে চলতে দিন। বিচার বিভাগ নিয়ে লেখার ক্ষেত্রে সাংবাদিকদের সর্তক করে তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে কারো পক্ষ হয়ে লিখবেন না। বিচার বিভাগ সম্পর্কে মানুষেরর খারাপ ধারণা সৃষ্টি হয় সংবাদপত্রে এমন কিছু লেখা উচিত নয়।দেশের রাজনৈতিক দলগুলোর বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ফিলিংসগুলোও আজ বিভক্ত হয়ে গেছে। বিভক্ত ফিলিংস নিয়ে দেশের স্বার্থ রক্ষা সম্ভব নয়।তিনি আরো বলেন, আমাদের পাশে ইন্ডিয়ার মত একটি দেশ। সীমান্তের কাঁটাতারে যেখানে ফেলানীর মত লাশ প্রতিদিন ঝুলে থাকে। সেখানে বিভক্ত জাতি দিয়ে কিছু হবে না। এসময় তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।বিচারক নিয়োগ প্রসেঙ্গ তিনি বলেন, এমন ব্যক্তিকে বিচারক নিয়োগ করা কিছুটা হলেও উচিত যেন তিনি নিরপেক্ষ থাকেন এবং তিনি যেন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব না করে জাতির প্রতিনিধিত্ব করেন।অ্যাডভোকেট আয়েশা জেবিনের সভাপতিত্বে সেমিনারে কি-নোট উপস্থাপন করেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. দেলোয়ার হোসাইন।এসময় বাংলাদেশ ল’টাইমসের সম্পাদক অ্যাডভোকেট এস এন গোস্বামী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, কলামিস্ট কাজী সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তানজীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।এফএইচ/এসএইচএস/আরআইপি

Advertisement