খেলাধুলা

কুমিল্লার সামনে মাত্র ৭২ রানে অলআউট চট্টগ্রাম

বিপিএলে এখনও পর্যন্ত সফল দলগুলোর একটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অথচ এই দলটিই কি না আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বোলারদের সামনে অলআউট হয়ে গেলো মাত্র ৭২ রানে।

Advertisement

এবারের টুর্নামেন্টে এটাই সর্বনিম্ন রানের স্কোর। এর আগে এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনেই ৭৮ রানে অলআউট হয়েছিলো সিলেট স্ট্রাইকার্স। এবার শুভাগত হোমের দল তার চেয়েও কম রান করলো।

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। অন্যদিকে ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কুমিল্লা। আজ এগিয়ে যাওয়ার লড়াই। সেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে চট্টগ্রামের ব্যাটাররা।

বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস। এক টম ব্রুস ছাড়া কেউ ২০ এর ঘরও ছুঁতে পারেননি। ব্রুস ২০ বলে করেন ২৭ রান। ১৬ বলে ১১ করেন নাজিবুল্লাহ জাদরান।

Advertisement

অধিনায়ক শুভাগত হোম ৭ রান করে আউট হন। তানজিদ তামিম, সৈকত আলিসহ চট্টগ্রামের চার ব্যাটার আউট হন শূন্য রানে।

তানভীর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট আলিস আল ইসলামের।

এমএমআর/

Advertisement