দেশজুড়ে

মেয়ের বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে জরিমানা

দিনাজপুরের হিলিতে বাল্যবিয়ের আয়োজন করায় এক কিশোরীর বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হিলির ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম ওই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন জানান, ফরিদুল ইসলাম তার মেয়েকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই আজ বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ প্যান্ডেল সাজানোসহ অন্যান্য যে আয়োজন সেটি করছিলেন। খবর পেয়ে দুপুরে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সেখানে আর বরপক্ষ আসেনি। পরে বাল্যবিয়ের আয়োজন করায় কিশোরীর বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

মাহাবুর রহমান/এসআর/এএসএম