স্বাস্থ্য

স্বাস্থ্য ক্যাডারে পদোন্নতিতে আবেদন লাগবে না

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির জন্য এখন থেকে আবেদন করতে হবে না। এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি পেয়ে যাবেন তারা।

Advertisement

গত ৩১ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ না করে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস) হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ অবস্থায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার লক্ষ্যে এইচআরআইএস হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Advertisement

এএএম/কেএসআর/এএসএম