আনিস ফারদীন
Advertisement
মনে চলছে শৈত্যপ্রবাহ, হীম শীতল ঠান্ডাআবেগে জমছে বরফ, কিনারাহীন সময়ে;অনর্গল তর্কের প্রাচীরে একরাশ নীরবতা শ্যাওলা জমা দেওয়ালে অনিচ্ছার শিশির।
মায়ার সুতোতে জড়ায় বিউগল সব সুর গাছের পাতার মতো ঝরে পড়ে মায়ার মেদ;জানালা কপাটহীন সাজানো কোনো ঘরেউষ্ণতার আগল খোঁজে পাতা কুড়ানির দল।
আবহাওয়ার পূর্বাভাসে শৈত্যপ্রবাহ বাড়েসাথে বাড়ে যোজন যোজন ক্রোশ দূরত্ব;দূরত্ব বাড়ে গাছের সাথে পাতার, শেকড়েরমনের সাথে ঘুমহীন বিষণ্ন এক রাত্রি-দিনের।
Advertisement
****
মন অসুখের বিষাদ দিন
ভালোবাসার প্রলোভনে সেরে ওঠে অসুখ;মন অসুখের বিষাদ দিনেভেঙে যায় এ বুক!
নড়বড়ে আয়না ভেঙেচৌচির হয় এ মুখ;ভালোবাসার মেঘলা দিনেহৃদয়জুড়ে অসুখ!
Advertisement
****
ভুল আঁকিবুঁকি
বেঁচে থাকা কী এক দুঃসহ-যন্ত্রণাআবেগের স্তূপে সর্পিলাকার ঘূর্ণিযাযাবর জীবনে নামে বিরুদ্ধ স্রোত।
ঝরে পড়া পাতার মতো নির্জীব স্বপ্নমিথ্যে প্রতিবিম্বে আড়ষ্ট হয় পরম সত্তাসজীবতায় ঠেকে রাজ্যের সব হতাশা।
সামনে গ্লানি আর দুঃখবোধের পাহাড়অনিঃশেষ যন্ত্রণার পারদে বারংবারপুড়ে মরে অনিশ্চিত জীবন, পথচলা।
বিচ্যুতির দেওয়ালে আঁকা ভুল আঁকিবুঁকিপ্রাণোচ্ছল জীবনে ঠেকে অনিশ্চিত মৃত্যুগতির সীমানা পেরিয়ে আবদ্ধ এ জীবন।
এসইউ/জিকেএস