‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’ প্রতিপাদ্যে নানান আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
Advertisement
সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা মাতাতে মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি।
অনুষ্ঠানে অনুপম ছাড়াও দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী, সংগীত ও নৃত্যশিল্পীরা এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
Advertisement
এর আগে সকালে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
টিটি/ইএ
Advertisement