চালের বাজার নিয়ন্ত্রণে ঝিনাইদহের হাটগোপালপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি রাইস মিলে অভিযান চালানো হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে শুভ প্রগতি এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড রাইস মিলে ধারণক্ষমতার অতিরিক্ত ধান মজুত ও চালের সঠিক হিসাব না রাখার অভিযোগে মন্ত্রীর নির্দেশে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এর আগে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান হোসাইন, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়াসহ বিভিন্ন রাইস মিল মালিক ও ধান, চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী বলেন, চালের মূল্যবৃদ্ধির বিষয়ে লোকাল সিন্ডিকেট থাকতে পারে। বড় বড় যে ব্যবসায়ীরা আছেন তারা নিজেদের মধ্যে মেসেজ চালাচালি করেন যে, আজকে কী দাম নির্ধারণ করবো। তারা যখন দাম বাড়িয়ে দেন তখন ছোট ব্যবসাীয়রাও সেই লাইনে চলে যান।
Advertisement
চালের বাজারের অস্থিরতার জন্য ব্যবসায়ীদের লোভ-লালসাকে দায়ী করে মন্ত্রী বলেন, আমরা মোবাইল কোর্ট করে কাউকে অপমানিত করতে চাই না। যদি কেউ বাধ্য করেন তাহলে তো করতেই হয়।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে বর্তমানে যে চাল আছে তাতে আমদানি করার প্রয়োজন নেই। চালের বাজার নিয়ে যেন ম্যাসাকার না হয়ে যায় সেজন্য বেসরকারিভাবে চাল আমদানিতে ট্যাক্স ফ্রি করা হচ্ছে। তবে আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট কঠোর অবস্থানে আছে। আশা করা যায় দ্রব্যমূল্য আর বাড়বে না
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম
Advertisement